১৯৭৯ সালের প্রথম আইসিসি ট্রফিতেই অংশগ্রহন করেন বাংলাদেশ ক্রিকেট দল । সে সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রকিবুল হাসান । ১৯৭৯ সালের ষষ্ঠ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে অংশ গ্রহন করে। সে সময় বাংলাদেশে দলের অধিনায়ক ছিলেন আকরাম খান ।
বাংলাদেশে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর
১। সম্প্রতি টি ২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার টুয়েলেভে বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছে কোন দেশের বিপক্ষে ?
উত্তরঃ অষ্ট্রেলিয়া
২। বঙ্গবন্ধু টি ২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল ?
উত্তরঃ ৫টি
৩। সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি ২০ প্রতিযোগিতায় কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে ?
উত্তরঃ ৯টি
৪। ২০২০ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
উত্তরঃ আকবর আলী
৫। টেস্ট ক্রিকেট বাংলাদেশর দ্রুততম উইকেট সেঞ্চরিয়ান বলার কে?
উত্তরঃ মেহেদি হাসান
৬। The only player from bangladesh Included in the learfing Lights of ICC is?
Ans: Shakib Al Hasan
৭। Who was the only centurion in the 100th test cricket match of Bangladesh?
Ans: Sakib Al Hasan
৮। বাংলাদেশ ক্রিকেট বোর্ট কত সালে গটিত হয়?
উত্তরঃ ১৯৭২ সালে
৯। বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেষ্ট সিরিজ জয়লাভ করে ?
উত্তরঃ জিম্বাবুয়ে
১০।টেষ্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বশেষ র্যাঙ্কিং কত?
উত্তরঃ ৯ম
১১। Which country's football team was defeated by Bangladesh team by 17-0 goals in SAA U-18 Woman's championship this year?
Ans: Pakistan
১২। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৯৬ সালে
জেনে রাখো, এখানে প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্ন গুলো মনে রাখাটা অত্যান্ত প্রয়োজন ।