বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি ও কী কী ?
আমরা জানি যে কোন ভাষার মৌলিক অংশ থাকে ৪ টি ।
১। ধ্বনি;
২। শব্দ;
৩। বাক্য ;
৪। অর্থ;
তেমনি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ৪ টি । যেমন ঃ
১। ধ্বনিতত্ত্ব;
২। শব্দতত্ত্ব/রূপতত্ত্ব;
৩। বাক্যতত্ত্ব;
৪। অর্থতত্ত্ব ;
প্রথমে আমরা এই ৪ টি সম্পর্কে খুব ভালোভাবে এবং সহজ ভাবে আলোচনা করবো ।
তার সাথে উদাহরণ শরুপ বিগত সালের ভর্তি এবং চাকরী পরিক্ষার কিছু নৈবেতিক দেখাবো এবং পূরণ করবো ।
আশা করি যদি ভালোবাবে পুরো বিষয় টি মনোযোগ সহকারে অধ্যয়ন করেন তা হলে পুরো বিষয় টি আপনার কাছে সহজ হয়ে যাবে ।
১। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ঃ বাংলা ব্যাকরণের ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলে ।যেমন : বর্ণ, বর্ণের প্রকরণ, বর্ণের উচ্চারন , বর্ণ বিন্যাস,(ধ্বনির প্রতিক ), সন্ধি, ( ধ্বনির সংযোগ ) ণত্ব বিধান, ষত্ত্ব বিধান, উচ্চারণ প্রণালী, উচ্চারনের স্থান, ধ্বনির পরিবর্তন ও লোপ ইত্যাদি ধ্বনিতেত্ত্বর আলোচ্য বিষয় ।
২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় ঃ বাংলা ব্যাকরণের শব্দ বা পদের আলোচনাকে শব্দতত্ত্ব/রূপতত্ত্ব বলে । এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরী হয় , শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। রূপ গঠন করে শব্দ । তাই শব্দতত্ত্বকে বলা হয় রূপতত্ত্ব । শব্দের প্রকার , শব্দ গঠন , শব্দরূপ, শব্দের বুৎপত্তি , প্রত্যয়, উপসর্গ,পদের পরিচয় , লিঙ্গ , বিভক্তি,বচন,ধাতু,কারক, সমাস, ক্রিয়া-প্রকরন,ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব , ইত্যাদি ।
৩। বাক্যতত্ত্বে আলোচ্য বিষয় ঃ বাংলা ব্যাকরণের বাক্য-সম্পর্কিত আলোচনাকে বলা হয় বাক্যতত্ত্ব। সাধারনত মানুষের বাকপ্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত শব্দসহযোগে অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য । বাক্য, বাক্য বিশ্লেষন, বাক্যের প্রকার , বাক্যের অংশ, বাক্য পরবির্তন, পদক্রম, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, যতিচিহ্ন বা বিরামচিহ্ন।
৪। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ঃ বাংলা ব্যাকরণের শব্দ ও বাক্যের অর্থ-সম্পর্কিত আলোচনাকে বলা হয় অর্থতত্ত্ব । শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের প্রকারভেদ। যেমন: মূখ্যার্থ, গৌনার্থ, বিপরীতার্থ ইত্যাদি ।