বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান,

স্বাস্থ্য


বিভিন্ন বিসিএস  এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং  উত্তর ।

সাধারন জ্ঞান 

প্রশ্ন *বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?

১। পারভিন ফাতেমা                    ২। ফিরোজা বেগম 

৩।কাানিজ ফাতেমা                    ৪। রওশন জাহান 

 উত্তরঃ ২। ফিরোজা বেগম 

 

 প্রশ্ন *বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি ?

১। সিস্ফরা                                   ২। ফ্লোরা

৩।অন্সরা                                    ৪। টুম্পা

 উত্তরঃ ৩।অন্সরা  

 

 প্রশ্ন *বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয় কত সালে?

ক। ২৫ সেপ্টেম্বর  ২০০৮                                খ। ২১সেপ্টেম্বর  ২০০৮ 

গ। ১৯ সেপ্টেম্বর  ২০০৮                                 ঘ। ২০ সেপ্টেম্বর  ২০০৮  

 উত্তরঃ গ। ১৯ সেপ্টেম্বর  ২০০৮  

 

  প্রশ্ন *কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি টিকা ব্যবহার করা হয়?

১। কলেরা                                    ২। টাইফয়েড 

৩। ধনুষ্টংকার                              ৪। যক্ষা   

 উত্তরঃ  ৪। যক্ষা

 

  প্রশ্ন *বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রি প্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?

১। ১.৭২৪ জন                             ২। ১.২২৪ জন  

৩। ১.৮৩২ জন                          ৪। ২.৪৩২ জন 

  উত্তরঃ ১। ১.৭২৪ জন  

 

 প্রশ্ন *বাংলাদেশে কয়টি পরমানু  চিকিৎসা কেন্দ্র আছে?

১। ১৩ টি                                      ২। ১০ টি 

৩। ১৪টি                                      ৪। ১৫ টি

 উত্তরঃ  ৪। ১৫ টি

 

 প্রশ্ন *বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কি? 

১। জীবন তরী                            ২। জীবন সাগর 

৩। জীবন ভেল                           ৪। জীবন 

 উত্তরঃ ১। জীবন তরী 


 প্রশ্ন *বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে?

১। ৭ এপ্রিল ১৯৭৯ সালে                         ২। ৭ এপ্রিল ১৯৭৫ সালে

৩।৯ এপ্রিল ১৯৭৬ সালে                       ৪। ৫ এপ্রিল ১৯৭৯ সালে 

 উত্তরঃ১। ৭ এপ্রিল ১৯৭৯ সালে    

   

 

 প্রশ্ন * কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল?

১। লাইফবয়                                ২। জীবনতরী     

৩। বিএনএস পদ্মা 

 উত্তরঃ ১। জীবনতরী


 প্রশ্ন *বাংলাদেশের শিক্ষা -স্বাস্থ -বিনোদন সাাধারনভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন?

১। কৃষি খাত                                 ২। শিল্প খাত 

৩। সেবা খাত                                ৪। কল্যাণ খাত 

 উত্তরঃ ৩। সেবা খাত    


 প্রশ্ন *কমিনিটি ক্লিনিকে সরকার হতে কত ধরনের  ঔষধ সরবরাহ করা হয়?

১। ২২                                            ৩। ১৯

৩। ৪০                                           ৪। ৩০

 উত্তরঃ ৪। ৩০


প্রশ্ন *বাংলাদেশে মাতৃ  (MMR) মৃত্যুর হার কত?

১। 1.7/ 100 live birth                      ২। 1.47/ 1000 live birth 

৩।  2.7 /100 live birth                     ৪। 0.7/100 live birth 

 উত্তরঃ১। 1.7/ 100 live birth 


প্রশ্ন *বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতালের নাম কি?

১। সরকারি                                          ২। ডাক্তার খানা 

৩। পরিবার কল্যাণ কেন্দ্র                    ৪। স্বাস্থ্যকেন্দ্র 

 উত্তরঃ৪। স্বাস্থ্যকেন্দ্র 


প্রশ্ন *বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

১। ২০১২ সালে                                     ২। ২০১১ সালে 

৩। ২০১২ সালে                                    ৪। ২০০৯ সালে 

  উত্তরঃ ২। ২০১১ সালে 


প্রশ্ন *তৃণমুল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  কমিনিটি ক্লিনিক চালু করা হয়?

১। ১৩ হাজার ১২৫ টি                                    ২। ১৩ হাজার ১৩৬ টি 

৩। ১২ হাজার ৩৪২ টি                                ৪। ১৩ হাজার ১২৩ টি 

  উত্তরঃ  ২। ১৩ হাজার ১৩৬ টি  


প্রশ্ন *বার্ড  ‍ফ্লু  এর উৎস কোনটি ? 

১। গরু                         ২ বিড়াল 

৩। মুরগী                      ৪। ছাগল 

  উত্তরঃ  ৩। মুরগী          


প্রশ্ন *কোনটি  বার্ড ফ্লু  ভাইরাস?

১। H-5  N-1                    ২। B-3 F-3

৩। B-5F-1                      ৪। B-4 F-2

  উত্তরঃ১। H-5  N-1  


প্রশ্ন *সর্বপ্রথম  সোয়াইন ফ্লু  আক্রমন দেখা যায়  কোন দেশে? 

১। ভারত                                  ২। মেক্সিকো 

৩। চীন                                    ৪। থাইল্যান্ড 

 উত্তরঃ  ২। মেক্সিকো                    



বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।















নাসিং পরিক্ষায় আসা ২০১৮-১৯ (বাংলা)


বাংলা ব্যাকরণ. ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর ।