ধ্বনিতত্ত্ব থেকে কিছু গুরত্বপূর্ণ প্রশ্ন/উত্তর । এগুলো আমাদের ভিবিন্ন পরিক্ষায় প্রায়ই আসে ।
প্রশ্ন: *পাশাপাশি অবস্থিত এবং দ্রুত উচ্চারিত দুটি স্বরের যুক্তরুপকে কি বলা হয় ?
উত্তরঃ সন্ধ্যক্ষর ।
প্রশ্ন: *স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ন কয়টি ?
উত্তরঃ ছয়টি ।
প্রশ্ন: *ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় ?
উত্তরঃ ফলা ।
প্রশ্ন: *কোনগুলো ওষ্ঠ্যধ্বনি ?
উত্তরঃ প, ফ , ব, ভ, ম ।
প্রশ্ন: *উচ্চারণ-রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি ?
উত্তরঃ ও ।
প্রশ্ন: *বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ১০টি ।
প্রশ্ন: *বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ ছয়টি ।
প্রশ্ন: *’হ্ম’ কোন কোন বর্ণ দ্বারা গঠিত ?
উত্তরঃ হ্ + ম ।
প্রশ্ন: * বাংলা ভাষায় মৌলিক স্বধ্বনির সংখ্যা কত ?
উত্তরঃ ৭টি ।
প্রশ্ন: *স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ?
উত্তরঃ চারটি ।
প্রশ্ন: *কার কি ?
উত্তরঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ।
প্রশ্ন: *’অল্পপ্রাণ’ ধ্বনি কোনটি ?
উত্তরঃ ক ।
প্রশ্ন: *শব্দের ক্ষুদ্রতম অংশকে কী বল হয় ?
উত্তরঃ অক্ষর ।
প্রশ্ন: *“ভয় , ”“মোয়া” শব্দদয়ে ধ্বনিরীতির ব্যবহার হলো ?
উত্তরঃ যৌকিক শব্দ ।
প্রশ্ন: *এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় ---
উত্তরঃ হ্রস্ব ।
প্রশ্ন: *অন্তঃস্থ বর্ণ কোন গুলো ?
উত্তরঃ য, র, ল,ব, ।
প্রশ্ন: *’হ্ম’ কোন কোন বর্ণ দ্বারা গঠিত ?
উত্তরঃ ক্ + ষ ।
প্রশ্ন: *স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ কয়টি ?
উত্তরঃ একটি ।
আরো পড়ুন ,
বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।
Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।
বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।
রবিন্দ্রনাথ ঠাকুরের জীবনি সম্পর্কে ।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ ।
আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে ।