ভর্তি পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন/উত্তর ।

 

AnyHelp24

প্রশ্ন*কোন বানানটি শুদ্ধ ? ( জঃ মন্ত্রঃ ২০১৮, শিক্ষক নিঃ ২০১৬)

ক) উন্মিলন            খ) উন্মিলণ

গ) উন্মীলণ             ঘ) উন্মীলন

উত্তরঃ উন্মীলন


প্রশ্ন* কোন বানানটি শুদ্ধ ? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)

ক) শুশ্রূষা               খ) সুশ্রুষা

গ) শূশ্রুষা                ঘ) শুশ্রুসা

উত্তরঃ শুশ্রূষা


প্রশ্ন* শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন ? (সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)

ক) আমি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি        খ) তিনি স্বস্ত্রীক এসেছেন

গ) তিনি সাক্ষ্য দেবেন না                  ঘ) তার কতায় মাধুর্যতা নেই

উত্তরঃ তিনি সাক্ষ্য দেবেন না


প্রশ্ন* বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ? (মৎঃ অধিঃ ২০১৫, মাদকঃ নিয়ন্ত্রঃ ২০১৭)

ক) বিচ + ছিন্ন             খ) বি + ছিন্ন 

গ) বিৎ + চ্ছিন্ন            ঘ) বিৎ + ছিন্ন

উত্তরঃ  বি + ছিন্ন


প্রশ্ন* মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কর ? (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)

ক) মৃণ + ময়                খ) মৃৎ + ময় 

গ) মৃত + ময়                ঘ) মৃ + ময়

উত্তরঃ মৃৎ + ময়


প্রশ্ন* কোন সন্ধি বিচ্ছেদটি ভুল?

ক) গৈ + অক            খ) সু + অল্প

গ) অা + চর্য            ঘ) দু + লোক

উত্তরঃ দু + লোক


প্রশ্ন* ভূত শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি ? (জনতা ব্যাঃ ২০১৭, সোনালি ব্যাঃ ২০১৮)

ক) ভূতনী             খ) পেত্নী 

গ) মেয়ে ভূত        ঘ) ভূতনী

উত্তরঃ পেত্নী


 প্রশ্ন* অনামিকা নামের রহস্য উপন্যাসের লেখক কে?

ক) শামসুর রাহমান                     খ) শাবলু শাহাবউদ্দিন 

গ) কাজী নজরুল ইসলাম          ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 

উত্তর: শামসুর রাহমান 


প্রশ্ন* কোনটি উভয় লিঙ্গের উদাহরণ?

ক) মানুষ              খ) কবিরাজ

গ) সধবা                ঘ) সৈনিক

উত্তরঃ মানুষ


প্রশ্ন* নিচের কোনটির পুরুষবাচক রূপ নেই?

ক) বেহান ( বেয়াইন)          খ) কুলটা 

গ) ঠাকুরঝি                        ঘ) ননদ

উত্তরঃ কুলটা


প্রশ্ন* ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূরভট্টের কাব্যের নাম কি? (খাঃঅধিঃ ২০১৬, পরঃ মন্ত্রঃ ২০১৮)

ক.) হাকন্দপুরাণ            খ) শ্রী ধর্মমঙ্গল গ.) বিদ্যাসুন্দর              ঘ.) ধর্মমঙ্গল

উত্তরঃ হাকন্দপুরাণ

প্রশ্ন* বাংলা ভাষায় সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রীচৈতন্যদেবের জীবনীগ্রন্থ কোনটি?(শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)

ক.) চৈতন্যভাগবত            খ.) চৈতন্যমঙ্গল গ.) চৈতন্যচরিতামৃত         ঘ.) শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যচরিতামৃত

উত্তর: চৈতন্যচরিতামৃত


প্রশ্ন* বাংলা ভাষায় রচিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)

ক. মথি রচিত মিশন সমাচার                খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ গ. ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ      ঘ. কথোপকথন

উত্তর: মথি রচিত মিশন সমাচার    

প্রশ্ন* বাংলা মুদ্রাক্ষরের জনক কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)

ক. জেমস হিকি                খ. পঞ্চানন কর্মকার গ. জোশুয়া মার্শম্যান       ঘ. চার্লস উইলকিন্স

উত্তর: চার্লস উইলকিন্স


প্রশ্ন* 'ইয়ংবেঙ্গল' কবে আত্মপ্রকাশ করে? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)

ক. ১৮১৭                খ. ১৮৩১ গ. ১৮২৭                ঘ. ১৮৩৫

উত্তর: ১৮৩১


প্রশ্ন* কার উদ্যোগে 'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়?

ক. কাজী আবদুল ওদুদ                 খ. আবুল হোসেন গ. কাজী মোতাহার হোসেন            ঘ. ড.মুহম্মদ শহীদুল্লাহ

উত্তর: ড.মুহম্মদ শহীদুল্লাহ


প্রশ্ন*. বাংলা পিডিয়া কত খণ্ডে প্রকাশিত হয়?

ক. ১২                খ. ১৩ গ. ১৪                ঘ. ১৫

উত্তর: ১৪

প্রশ্ন* বাংলা একাডেমি শব্দের বানান 'একাডেমী' থেকে 'একাডেমি' হয় কবে?

ক. ১৯৯৮                খ. ২০০৩ গ. ২০১০                 ঘ. ২০১৩

উত্তর; ২০১৩

প্রশ্ন*. 'বিষাদ সিন্ধু' উপন্যাসের নায়ক কে ? (পরিবারঃ পরিঃ ২০১৬, শিঃ প্রঃ অধিঃ ২০১৭)

ক. ইমাম হাসান            খ. ইমাম হোসেন গ. এজিদ                     ঘ. সীমার

উত্তর ; এজিদ  

প্রশ্ন* 'আযান' কবিতাটির রচয়িতা কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)

ক. আহসান হাবীব                    খ. কায়কোবাদ গ. রবীন্দ্রনাথ ঠাকুর                 ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: কায়কোবাদ

প্রশ্ন* কোনটি হরপ্রসাদ শাস্ত্রীর উপন্যাস? (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)

ক. মেঘদূত                     খ. বেনের মেয়ে গ. সাদা হাওয়া                ঘ. রামধনু

উত্তর: বেনের মেয়ে


প্রশ্ন* 'আনোয়ারা' কোন ধরনের উপন্যাস? (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)

ক. সামাজিক            খ. রোমান্টিক

গ. রাজনৈতিক            ঘ. ঐতিহাসিক

উত্তর:সামাজিক


প্রশ্ন* রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ ১৮৬১ সালের মে মাসের কোন তারিখ ছিলো?(সোনালি ব্যাঃ ২০১৮, শিল্পঃ মন্ত্রঃ ২০১৭)

ক. ৬                খ. ৭

গ. ৮             ঘ. ৯

উত্তর:


প্রশ্ন* কোনটি শাবলু শাহাবউদ্দিন লেখা নয়?

ক) এখন চুপ থাকার সময়             খ) অনামিকা নামের রহস্য 

গ) স্বপ্ন ও সফলতা                      ঘ) পল্লী সমাজ 

উত্তর: ঘ) পল্লী সমাজ 


প্রশ্ন* স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন- (শিক্ষা প্রকৌঃ ২০১৬, পোষ্ট অঃ ২০১৫)

ক. স্মরণ                খ. উৎসর্গ

গ. নৈবেদ্য            ঘ. খেয়া

উত্তর; স্মরণ  


প্রশ্ন* বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ কে? (পরিবার পরিকল্পনা ২০১৭, আয়কর ২০১৬)

ক. সত্যেন্দ্রনাথ দত্ত                খ. দ্বিজেন্দ্রলাল রায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর             ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়


প্রশ্ন* নাথ সাহিত্যের উদ্ভব কবে ? (সমাজসেবা অধিঃ ২০১৬, প্রানিসম্পদ অধিঃ ২০১৮)

ক. দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দি                 খ. একাদশ ও দ্বাদশ শতাব্দি

গ. দশম ও একাদশ শতাব্দি                    ঘ. ষোড়শ ও সপ্তদশ শতাব্দি

উত্তর: দশম ও একাদশ শতাব্দি     


প্রশ্ন* প্রমথ চৌধুরী প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান কোথায়? (স্বাস্থ্য অধিঃ ২০১৭, ডাক বিঃ ২০১৮)

ক. তেল নুন লকড়ি                খ. বীরবলের হালখাতা

গ. চার ইয়ারি কথা                    ঘ. যৌবনে দাও রাজটীকা

উত্তর: বীরবলের হালখাতা


প্রশ্ন* 'শেষের পরিচয়' কার লেখা ? (কৃষি মঃ ২০১৭, সমাজকল্যাণ মঃ ২০১৬)

ক. রবীন্দ্রনাথ ঠাকুর                খ. সৈয়দ শামসুল হক

গ. কাজী নজরুল ইসলাম        ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(সংগৃহীত)



আশা করি আমদের প্রত্যেকটা পোষ্ট আপনাদের উপকারে আসবে ।  

 

আরো বিভিন্ন বিষয় পড়ুন ।

 

বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, 

 

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরিক্ষায় আসা (বাংলা) নৈবেতীক ২০১৮ -২০১৯ । 


বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহ ।

 

বাংলা যুক্তবর্ণ


Sentence কাকে বলে ও কত প্রকার । জানুন একদম সহজ ভাবে ।


বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।


রবিন্দ্রনাথ ঠাকুরের জীবনি সম্পর্কে ।


বিভিন্ন বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় আসা বাংলাদেশ স্বাস্থ্যসেবা সাধারন জ্ঞান, কিছু প্রশ্ন এবং উত্তর ।


কিডনি সম্পর্কিত কিছু কথা ।